


সেপ্টেম্বর ১৩: সম্প্রতি উত্তর আমেরিকার সর্বোচ্চ দূষণমুক্ত জ্বালানি শিল্পের প্রদর্শনী দেশটির লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী প্রতিনিধিরা সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, চীনে তারা আরও বেশি সহযোগী খুঁজে বের করতে চায়। তাঁরা মনে করেন, চীনের নতুন জ্বালানি শিল্পের বিভিন্ন ক্ষেত্রে উত্পাদনের সামর্থ্য এবং পণ্যের কার্যকারিতা উল্লেখযোগ্য, চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদার করা উচিত বলে জানান তাঁরা।
টেক্সাস রাজ্যের একটি জ্বালানি উন্নয়ন কোম্পানির প্রধান বলেন, বৈশ্বিক নতুন জ্বালানি বাজারে চীনের নব্যতাপ্রবর্তনের দক্ষতা উল্লেখযোগ্য। তবে, মার্কিন সরকার বাণিজ্য নীতিতে চীনের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসার দমন করেছে, এটি মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের জন্য দুঃখজনক। কারণ, এতে সম্ভবত তাঁদের নির্ভরশীল পণ্যের উত্স এবং প্রযুক্তিগত সহযোগিতা হারিয়ে যাবে।
জানা গেছে, মোট ১৩০০টি শিল্পপ্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে, এর মধ্যে চীনা শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৩ শতাধিক।
বৈশ্বিক সবুজ উন্নয়নের কাঠামো গড়ে তোলার জন্য চীন ও যুক্তরাষ্ট্রের আবহাওয়া-জলবায়ু খাতে সহযোগিতা জোরদার করার প্রত্যাশা করে দু’দেশের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।