


সেপ্টেম্বর ১৩: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের দক্ষিণ দক্ষিণ সহযোগিতা স্মরণসভায় ভাষণ দিয়েছেন। ভাষণে যৌথভাবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা এগিয়ে নিতে সত্যিকারের বহুপক্ষবাদ মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত আরও সমান, উন্মুক্ত, সহযোগিতামূলক বৈশ্বিক অংশীদারি সম্পর্ক গড়ে তোলা, যাতে যৌথভাবে উন্নয়ন জোরদারের জন্য প্রবল শক্তি সৃষ্টি করা যায়। উন্নত দেশগুলোর উচিত কর্তৃপক্ষের উন্নয়নের সহায়তা প্রতিশ্রুতি কার্যকর করা এবং উত্তর-দক্ষিণ সহযোগিতা চালানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করা।
তিনি জোর দিয়ে বলেন, উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে অব্যাহতভাবে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা গভীরতর করতে হবে। আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতার প্রধান দায়িত্ব জাতিসংঘের। সংস্থার উচিত উন্নয়নের আলোচ্য বিষয়ে অগ্রাধিকার দিয়ে ব্যাপকভাবে ঐক্য ও সহযোগিতা চালানো। রাজনৈতিক ইস্যুতে সুষ্ঠু পরিবেশ ও শর্ত সৃষ্টি করার চেষ্টা করবে জাতিসংঘ।
তিনি আরো বলেন, চীন দৃঢ়ভাবে দক্ষিণ দক্ষিণ সহযোগিতায় সমর্থন করে, অন্যান্য উন্নয়নশীল দেশের যৌথ উন্নয়ন বাস্তবায়নে যথাসাধ্য সহায়তাও দেবে চীন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।