


সেপ্টেম্বর ১২: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রুপ ৭৭এর ২০২৩ সালের চেয়ারম্যান দেশ- কিউবার প্রেসিডেন্টের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, কেন্দ্রীয় শৃঙ্খল কমিটির সাধারণ সম্পাদক লি সি আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাভানায় অনুষ্ঠেয় ‘গ্রুপ ৭৭ ও চীন’ হাভানা শীর্ষসম্মেলনে অংশ নেবেন।
সেই সঙ্গে, আগামী ১৬ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কিউবা, ব্রাজিল ও মিশর সফর করবেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।