বুধবার, অক্টোবর ৪, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকমানবাধিকার পরিষদে লংকান ইস্যুতে চীনের প্রস্তাব তুলে ধরেছেন চীনা প্রতিনিধি

মানবাধিকার পরিষদে লংকান ইস্যুতে চীনের প্রস্তাব তুলে ধরেছেন চীনা প্রতিনিধি

সেপ্টেম্বর ১২: জাতিসংঘের জেনিভায় নিযুক্ত চীনের স্থায়ী কার্যালয় এবং সুইজারল্যাণ্ড ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত প্রতিনিধি ছেন সু গতকাল (সোমবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৪তম সম্মেলনে লংকান মানবাধিকার পরিস্থিতি রিপোর্ট সংক্রান্ত আলোচনায় বলেছেন, মানবাধিকার রক্ষায় শ্রীলংকা যে চেষ্টা করেছে, তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। গঠনমূলক সংলাপ ও সহযোগিতা চালানোর জন্য যথাযথ ভূমিকা পালন করতে মানবাধিকার পরিষদের প্রতি আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, মানবাধিকার রক্ষায় শ্রীলংকা যে প্রচেষ্টা চালিয়েছে, তার মধ্যে রয়েছে সমঝোতা ও পুনর্গঠন এগিয়ে নেওয়া, সন্ত্রাসবাদ দমন করা, দুর্বল গোষ্ঠীর অধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক পুনরুদ্ধার জোরদার করা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করা প্রভৃতি।

তিনি আরো বলেন, মানবাধিকার পরিষদের ৫১/১ নম্বর প্রস্তাব ন্যায্য ও বাস্তব নিয়ম মেনে চলেনি, সংশ্লিষ্টদের স্বীকৃতি পায়নি, এবং শ্রীলংকার মানবাধিকার জোরদার ও রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করেনি। চীন মনে করে, মানবাধিকার পরিষদের উচিত বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতাকে সম্মান করা এবং মানবাধিকার রক্ষায় দেশটির প্রচেষ্টায় সম্মান করা।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট