


সেপ্টেম্বর ১৩: লেবাননে চীনের ২১ দফার শান্তিরক্ষী বাহিনী গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের তৃতীয় প্রান্তিকের সাজ-সরঞ্জামের পরীক্ষা সম্পন্ন করেছে। সরঞ্জামের উপাদান জাতিসংঘের নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
এবারের পরীক্ষা গ্রুপের প্রধান বলেন, চীনা শান্তিরক্ষী বাহিনীর সাজ-সরঞ্জামের পরিমাণ সম্পূর্ণ, গুণগত মানও ভাল এবং বিভাগ অনুসারে সুন্দরভাবে সাজানো হয়েছে, এর মাধ্যমে অত্যন্ত উচ্চ স্তরের পেশাদারিত্ব প্রতিফলিত হয়।
গত বছরের অগাস্টে দায়িত্ব গ্রহণের এলাকায় মোতায়েন হওয়ার পর, লেবাননে চীনা শান্তিরক্ষী বাহিনীর ২১তম ব্যাচ নিরাপদে ২ হাজারেরও বেশি ল্যান্ডমাইন অপসারণ করেছে এবং সফলভাবে ১২০টিরও বেশি নির্মাণকাজ সম্পন্ন করেছে। সেই সঙ্গে, জাতিসংঘের কর্মী ও স্থানীয় জনগণসহ চার শতাধিক মানুষকে চিকিত্সা সেবা দিয়েছে তারা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।