


সেপ্টেম্বর ১১: চার দিনব্যাপী প্রথম ইরাকি তেল-সংক্রান্ত আন্তর্জাতিক মেলা গতকাল (রোববার) রাজধানী বাগদাদের আন্তর্জাতিক প্রদর্শনীকেন্দ্রে শুরু হয়েছে। এতে অংশগ্রহণকারী চীনা শিল্পপ্রতিষ্ঠানের বুথটি ইরাকি তেলমন্ত্রীসহ অনেক অতিথি ও প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছে।
অংশগ্রহণকারী চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস লিমিটেড মধ্যপ্রাচ্য কোম্পানির মহা-ব্যবস্থাপক ছেন সিন রুং সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ইরাকে এই কোম্পানির তেল ক্ষেত্রের সহযোগিতায় ইতোমধ্যেই সুষ্ঠু সাফল্য অর্জিত হয়েছে। এবারের মেলার মাধ্যমে কোম্পানিটি পরিষেবা প্রতিষ্ঠানের লভ্যাংশ পাবে। সেই সঙ্গে, এটি চীন ও ইরাকের ‘এক অঞ্চল, এক পথ’ সংক্রান্ত জ্বালানি সহযোগিতা বাড়াতে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকা উন্নয়ন এগিয়ে নিতে ইতিবাচক অবদান রাখবে বলেও আশা করেন তিনি।
এদিকে, ইরাক হচ্ছে ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উত্পাদনকারী দেশ। অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ দেশটির মোট অর্থের ৯০ শতাংশের বেশি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।