


সেপ্টেম্বর ১১: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কেন্দ্রীয় কমিটির প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ (সোমবার) ‘প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রচিত গ্রন্থের’ প্রথম ও দ্বিতীয় ভলিউম গোটা চীনে প্রকাশ হয়েছে। লাইন সংস্করণ গ্রন্থ ব্যুরো এবং গণ প্রকাশনা সংস্থা যৌথভাবে তা প্রকাশ করেছে।
এই গ্রন্থে মোট ১৬টি পুস্তিকা রয়েছে। বৈশিষ্ট্যময় প্রকাশনা উপাদান ও শিল্প কাজে লাগিয়ে এই গ্রন্থে চীনা জাতির গভীর সংস্কৃতির আকর্ষণ পাওয়া যায়; যা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
‘প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রচিত গ্রন্থের’ প্রথম ও দ্বিতীয় ভলিউমে প্রেসিডেন্ট সি’র ২০১২ সালের নভেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত সময়পর্বে তাঁর গুরুত্বপূর্ণ লেখা অন্তর্ভুক্ত হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।