মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকপিয়ংইয়ংয়ে কিম জং উন ও চীনা নেতার বৈঠক অনুষ্ঠিত

পিয়ংইয়ংয়ে কিম জং উন ও চীনা নেতার বৈঠক অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১০: উত্তর কোরিয়ার আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং উপ-প্রধানমন্ত্রী লিউ কুও চুংয়ের নেতৃত্বে চীনা রাজনৈতিক প্রতিনিধিদলের তিন দিনের সফর আজ (রোববার) শেষ হয়েছে। সফরে উত্তর কোরিয়ার শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও রাষ্ট্রীয় কাউন্সিলার কিম জং উন পিয়ংইয়ংয়ে চীনা উপ-প্রধানমন্ত্রী লিউ কুও চুংয়ের সঙ্গে বৈঠক করেন। চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক এবং দু’দেশের নির্দিষ্ট খাতে বিনিময় ও সহযোগিতা নিয়ে মতবিনিময় করেছে দু’পক্ষ।
উত্তর কোরিয়ার জাতীয় দিবসের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে কিম জং উনকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা জানান লিউ কুও চুং। লিউ বলেন, চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী মন্ত্রীকে বেশ গুরুত্ব দেয় বেইজিং; চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক অব্যাহতভাবে উন্নত করতে চায় বেইজিং। কৃষি, চিকিত্সা ও স্বাস্থ্য হচ্ছে গুরুত্বপূর্ণ জীবিকার বিষয়। উত্তর কোরিয়ার সঙ্গে এসব খাতে বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে চায় চীন।

কিম জং উন বলেন, চীনা রাজনৈতিক প্রতিনিধিদলের এ সফর উত্তর কোরিয়ার জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠানকে আলোকিত করেছে, তার গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। এজন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি। চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নত করতে চায় উত্তর কোরিয়া। চীনের স্ববৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চেতনায় নতুন বিশাল সাফল্য অর্জনের জন্য শুভকামনাও জানান তিনি।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট