


সেপ্টেম্বর ১০: উত্তর কোরিয়ার আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং উপ-প্রধানমন্ত্রী লিউ কুও চুংয়ের নেতৃত্বে চীনা রাজনৈতিক প্রতিনিধিদলের তিন দিনের সফর আজ (রোববার) শেষ হয়েছে। সফরে উত্তর কোরিয়ার শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও রাষ্ট্রীয় কাউন্সিলার কিম জং উন পিয়ংইয়ংয়ে চীনা উপ-প্রধানমন্ত্রী লিউ কুও চুংয়ের সঙ্গে বৈঠক করেন। চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক এবং দু’দেশের নির্দিষ্ট খাতে বিনিময় ও সহযোগিতা নিয়ে মতবিনিময় করেছে দু’পক্ষ।
উত্তর কোরিয়ার জাতীয় দিবসের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে কিম জং উনকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা জানান লিউ কুও চুং। লিউ বলেন, চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী মন্ত্রীকে বেশ গুরুত্ব দেয় বেইজিং; চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক অব্যাহতভাবে উন্নত করতে চায় বেইজিং। কৃষি, চিকিত্সা ও স্বাস্থ্য হচ্ছে গুরুত্বপূর্ণ জীবিকার বিষয়। উত্তর কোরিয়ার সঙ্গে এসব খাতে বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে চায় চীন।
কিম জং উন বলেন, চীনা রাজনৈতিক প্রতিনিধিদলের এ সফর উত্তর কোরিয়ার জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠানকে আলোকিত করেছে, তার গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। এজন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি। চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নত করতে চায় উত্তর কোরিয়া। চীনের স্ববৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চেতনায় নতুন বিশাল সাফল্য অর্জনের জন্য শুভকামনাও জানান তিনি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।