


সেপ্টেম্বর ১০: আজ (রোববার) দুপুর সাড়ে ১২টায় চীনের থাই ইউয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ ছয় নম্বর পরিবাহক রকেটের মাধ্যমে সুষ্ঠুভাবে রিমোট সেন্সিং ৪০নং উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। উপগ্রহটি সুষ্ঠুভাবে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গেছে। মিশনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
রিমোট সেন্সিং ৪০নং উপগ্রহ প্রধানত বিদ্যুৎচৌম্বকীয় পরিবেশে অনুসন্ধানকাজ এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত পরীক্ষা করবে।
এবারের মিশন লংমার্চ ধারাবাহিক পরিবাহক রকেটের ৪৮৭তম উড্ডয়ন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।