


সেপ্টেম্বর ১০: গতকাল (শনিবার) চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে নয়াদিল্লীতে ইউরোপীয় কমিশন বা ইসি’র প্রেসিডেন্ট ভন দের লিয়ান বৈঠক করেছেন। লি ছিয়াং বলেন, ঝুঁকি প্রতিরোধ করা এবং সহযোগিতা চালানো উচিত। অনিরাপত্তার মধ্যে পারস্পরিক অবস্থান সম্ভব না। এ অবস্থায় অর্থনৈতিক ইস্যুকে নিরাপদ করা যায় না এবং তার রাজনীতিকরণও অনুচিত।
লি ছিয়াং বলেন, বিশ্বের দুটি বড় শক্তি এবং বৈশ্বিক উন্নয়নের দুটো চালিকাশক্তি হিসেবে চীন ও ইউরোপের উচিত ঐক্য ও সহযোগিতা জোরদার করা; যাতে চীন ও ইউরোপের সম্পর্কের স্থিতিশীলতা দিয়ে বিশ্ব পরিস্থিতির অস্থিতিশীলতা মোকাবিলা করা যায়। চীনের উন্নয়ন ও উন্মুক্তকরণ ঝুঁকির পরিবর্তে সুযোগ সৃষ্টি করেছে। ইউরোপের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করে দু’পক্ষের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের নির্ভরশীলতা ও স্থিতিশীলতা উন্নত করতে চায় চীন। ইউরোপে চীনা শিল্পপ্রতিষ্ঠানের জন্য ন্যায্য ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী লি।
ভন দের লিয়ান বলেন, এ বছর থেকে ইউরোপ ও চীনের বিনিময় অনেক বেড়েছে; এতে ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে। যৌথভাবে জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে চায় ইউরোপ।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।