


অক্টোবর ২৫: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে আয়োজিত এক সভায় রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সমাজকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
তিনি বলেন, চীন সবসময় জোর দিয়ে আসছে যে, সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা উচিত; জাতিসংঘের সনদের উদ্দেশ্য ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত; সব পক্ষের বৈধ নিরাপত্তার উদ্বেগকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত; এবং শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের প্রচেষ্টা চালানো উচিত। চীন ইউক্রেনে শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
চাং চুন বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত শান্তি আলোচনার জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা, যুদ্ধক্ষেত্রে অস্ত্র পাঠানো বন্ধ রাখা, এবং সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন যেকোনো পদক্ষেপ এড়ানো।
তিনি বলেন, প্রধান উন্নত দেশগুলোর উচিত বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা গ্রহণ করা; নির্বিচারে একতরফা নিষেধাজ্ঞা আরোপ বন্ধ করা; এবং অর্থনীতির রাজনীতিকরণ ও অস্ত্রায়ন থেকে বিরত থাকা।
তিনি আরও বলেন, পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে যথাসাধ্য চেষ্টা চালাতে হবে। ‘পারমাণবিক নিরাপত্তা কনভেনশন’-সহ বিভিন্ন আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।