


অক্টোবর ১৯: চীনের কেন্দ্রীয় কমিটির তাইওয়ান কার্যালয়ের প্রধান আজ (শনিবার) চীনের তাইওয়ান অঞ্চলের রাজনৈতিক দল ‘মিনচিন’ পার্টির ‘লাই ছিং তে’-র যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ট্রানজিট নিয়ে মন্তব্য করে একটি বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি বলেন, লাই ছিং তে প্যারাগুয়ের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের অজুহাতে যুক্তরাষ্ট্রে একটি ‘ট্রানজিট’ করেন। ব্লুমবার্গের সাথে একান্ত সাক্ষাত্কারে লাই স্পষ্টভাবে ‘তাইওয়ানের স্বাধীনতা’ টার্মটি ব্যবহার করেছেন। প্যারাগুয়েতে মার্কিন সিনিয়র কর্মকর্তাদের সাথেও তিনি দেখা করেন। এটি ছিল যুক্তরাষ্ট্রের সাথে তাদের যোগসাজশ আরও ঘনিষ্ঠ করার জন্য ‘মিনচিন’ পার্টির আরেকটি উস্কানিমূলক আচরণ। চীন এর তীব্র নিন্দা জানায়।
তিনি বলেন, ‘মিনচিন’ পার্টি একগুঁয়েভাবে ‘তাইওয়ানের স্বাধীনতা’-র পক্ষে উস্কানি দিয়ে যাচ্ছে। লাই ছিং তে-ও সর্বদা তাইওয়ানের মূলধারার জনমতকে উপেক্ষা করে, প্রায়শই ‘তাইওয়ানের স্বাধীনতা’-র পক্ষে বিভ্রান্তিমূলক মন্তব্য করেই যাচ্ছেন। এতে তাইওয়ানের মানুষ উপকৃত হচ্ছে না, বরং তাদের ক্ষতির আশঙ্কা বাড়ছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনা সরকার ও চীনা জনগণের দৃঢ় সংকল্প, দৃঢ় ইচ্ছা, ও দৃঢ় ক্ষমতাকে কোনো শক্তিরই উচিত নয় অবজ্ঞা করা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।