


অক্টোবর ১৯: চীনের মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের একটি ক্রীড়া-প্রতিনিধিদল গতকাল (শুক্রবার) ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছায়। তাঁরা সেখানে দ্বিতীয় অনুর্ধ্ব-১৫ বিশ্ব গ্রীষ্মকালীন গেমসে অংশগ্রহণ করবে।
চীনা দলে ৮৯ জন ক্রীড়াবিদ ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সাঁতার, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফেন্সিং, জুডো, কারাতে, তায়কোয়ান্দো, কুস্তিসহ ১২টি ক্রীড়া-ইভেন্টে অংশগ্রহণ করবে।
চীনা প্রতিনিধিদলের নির্বাহী প্রধান ও আন্তর্জাতিক চীনা ক্রীড়া ফেডারেশনের ভাইস চেয়ারম্যান চাং আইলং বলেন, চীন এই প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি দল পাঠিয়েছে। বাছাই করা শিশুদের সেরা ক্রীড়াবিদ বলা যেতে পারে।
গেমস আগামীকাল (রোববার) শুরু হবে এবং ২৬ অক্টোবর শেষ হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।