


এইচএসসি পরীক্ষার তারিখ পেছনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে রাজপথে। মঙ্গলবার(৮ আগস্ট) দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের থেকে মিছিল নিয়ে পিরোজপুর প্রেসক্লাবে এসে জড়ো হয় তারা। এসময় এই সড়কে বন্ধ হয়ে যায় যানচলাচল। শিক্ষার্থীদের দাবি, আগামী ১৭ই আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলমান ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।
২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।
৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়।
৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।
শিক্ষার্থীদের দাবি, তারা অনেক কম সময় পাচ্ছে। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে তারা জানান। তারা বলেন, আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা এক মাস বা দুই মাস পিছিয়ে দেওয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাবো।
মো : রাজন ইসলাম
বিশেষ প্রতিনিধি