


অগাস্ট ৪: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় জ্বালানি ব্যুরো গতকাল (বৃহস্পতিবার) যৌথভাবে প্রকাশিত এক ঘোষণায় জানায়, নবায়নযোগ্য জ্বালানির ‘সবুজ বিদ্যুত সার্টিফিকেট’ ব্যবস্থা আরও সুসংহত করা হবে। ‘সবুজ সার্টিফিকেট’ কাজে লাগানোর আওতা স্পষ্ট করা হবে, ‘সবুজ সার্টিফিকেট’ লেনদেন ব্যবস্থা সুসম্পূর্ণ করা হবে এবং ‘সবুজ বিদ্যুতের’ ব্যবহার বাড়াতে হবে; যাতে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুত্ খাতে ‘সবুজ সার্টিফিকেট’ ব্যবস্থা বাস্তবায়ন করা যায়।
ঘোষণায় স্পষ্টভাবে বলা হয় যে, ‘সবুজ সার্টিফিকেট’ হচ্ছে চীনে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুত্ খাতের একমাত্র সনদপত্র। যা নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুত্ উত্পাদন ও ভোগ চিহ্নিত করার একমাত্র সনদ।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।