বুধবার, অক্টোবর ৪, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকজি-২০ গোষ্ঠীর পরিবেশ ও জলবায়ুমন্ত্রীদের যৌথ সভায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

জি-২০ গোষ্ঠীর পরিবেশ ও জলবায়ুমন্ত্রীদের যৌথ সভায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

অগাস্ট ২: আজ (বুধবার) জি-২০ গোষ্ঠীর পরিবেশ ও জলবায়ুমন্ত্রীদের সংশ্লিষ্ট যৌথসভায় সংবাদদাতাদের প্রশ্নের জবাব দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
সম্প্রতি ভারতের চেন্নাইয়ে শেষ হওয়া জি-২০ গোষ্ঠীর পরিবেশ ও জলবায়ুমন্ত্রীদের যৌথসভায় কিছু ব্যক্তির কথার বরাত দিয়ে কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যমে বলেছে যে, এবারের সম্মেলনে কার্বন নিঃসরণ, জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে মতৈক্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে চীন।
এ বিষয়ে মুখপাত্র বলেন, এ ধারণা বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। গত ২৮ জুলাই জি-২০ গোষ্ঠীর পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত যৌথসভার মতৈক্য দলিল ও চেয়ারম্যান সারসংক্ষেপ তৈরি হয়েছে। এতে ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে। তবে কিছু দেশের ভূ-রাজনৈতিক ইস্যুতে এবারের সম্মেলনে ঘোষণা তৈরি হয়নি; এতে চীন দুঃখিত।
তিনি বলেন, ‘চীন মনে করে, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম হিসেবে জি-২০ বিশ্বের অবিরাম উন্নয়ন এগিয়ে নেওয়া, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার কাজ সমন্বয় করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। জি-২০’র উচিত বিভিন্ন দেশের মতৈক্য কাজে লাগিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন উন্নয়ন পর্যায় ও দেশের বাস্তব অবস্থার প্রতি সম্মান করা, শ্রেষ্ঠ বাস্তবতা ও অভিজ্ঞতা শেয়ার করা এবং যৌথভাবে বৈশ্বিক সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নের আস্থা ও দক্ষতা বাড়ানো।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট