


জুলাই ৩১: ৩১তম বিশ্ব ইউনিভার্সিটি গেমস চলছে, এতে অন্যতম অংশগ্রহণকারী দেশ কাজাখস্তান এবারের গেমসকে বেশ গুরুত্ব দিয়েছে। দেশটির বিজ্ঞান ও শিক্ষামন্ত্রী সায়াসাত নুরবেক চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, তিনি এবারের গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দারুণ উপভোগ করেছেন। চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং জায়ান্ট পান্ডা মাসকট তাঁর মনে গভীর ছাপ ফেলেছে।
তিনি বলেন, ‘এবারের গেমসের উদ্বোধনী অনুষ্ঠান খুবই দুর্দান্ত’। এতে চীনা সংস্কৃতির উপাদান রয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এতে ক্রীড়া, যুব, সংস্কৃতি ও আগামী প্রজন্মের শিক্ষায় চীনের গুরুত্ব ফুটে ওঠে। এবারের গেমসের সাংগঠনিক কাজও উচ্চ মানের’।
তিনি আরো বলেন, চীন কাজাখস্তানের সুপ্রতিবেশী, চীনের সঙ্গে যুব ও ক্রীড়া খাতে সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। বর্তমানে দু’দেশ ক্রীড়া প্রশিক্ষণ, স্পোর্টস চিকিত্সা এবং ক্রীড়া ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক সহযোগিতা করছে বলে তিনি উল্লেখ করেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।