


জুলাই ২৯: জাপান সরকারের ‘প্রতিরক্ষা শ্বেতপত্র’ ২০২৩ সংস্করণ নিয়ে আজ (শনিবার) চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেই সংশ্লিষ্ট সংবাদদাতাদের প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেন, চীনা বাহিনী সবসময় বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় শক্তি। যা কখনো কাউকে চ্যালেঞ্জ করেনি এবং কারও বিরুদ্ধে হুমকিও সৃষ্টি করেনি।
জাপান সরকারের ‘প্রতিরক্ষা শ্বেতপত্রে’ চীনকে ‘অভূতপূর্ব সর্বোচ্চ কৌশলগত চ্যালেঞ্জ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংস্করণে চীনের ব্যাপক প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানো, সামরিক উন্নয়ন দ্রুততর করা, পূর্ব সাগর ও দক্ষিণ সাগরে ‘একক অবস্থা’ পরিবর্তন করে, জাপানের কাছাকাছি সমুদ্রে চীন-রাশিয়ার যৌথ অভিযান এবং চীনের সামরিক তত্পরতা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতায় হুমকি-সহ সংবাদদাতাদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন।
মুখপাত্র থান বলেন, জাপানের ‘প্রতিরক্ষা শ্বেতপত্রের’ নতুন সংস্করণটি চীনের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা উল্লেখ করেছে, ইচ্ছাকৃতভাবে তথাকথিত ‘চীনের সামরিক হুমকিকে’ অতিরঞ্জিত করেছে, চীনা সামরিক ও সামরিক কার্যকলাপের স্বাভাবিক নির্মাণ ও উন্নয়নের মুখে কালি দিয়েছে। যা চীনের অভ্যন্তরীণ ব্যাপারে বর্বর হস্তক্ষেপ এবং আঞ্চলিক উত্তেজনা তৈরি করেছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং জাপানকে কঠোর মনোভাব জানায়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।