রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িআঞ্চলিকগোপালগঞ্জে অ্যাম্বুলেন্স ও এক্সকাভেটর মুখোমুখি সংঘর্ষে নিহত-৪, গুরুতর আহত -৩!

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স ও এক্সকাভেটর মুখোমুখি সংঘর্ষে নিহত-৪, গুরুতর আহত -৩!

মোঃ রিয়াজুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জে খননযন্ত্র (ভেকু) বহনকারী ট্রাক(এক্সকাভেটর) ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১টা) নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি হলেন অ্যাম্বুলেন্সের চালক মোমিন। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দেল বাড়ি ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামের মোহাম্মাদ আলী (৭০), পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কামাল হোসেন (৪২) ও পাঙ্গাশিয়া ইউনিয়নের বায়েজিদ হোসেন (২১)।

সূত্র জানায়, বৃহস্পতিবার(৬ জুলাই) সকাল সাতটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, রোগীসহ চারজনকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্সচালক মোমিনের মৃত্যু হয়।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট