


ফেনী জেলা প্রতিনিধি :ফেনীর পরশুরামে মর্মান্তিক মোটর সাইকেল দূর্ঘটনায় চালক মোঃ আবু সায়েদ (২০) নিহত হয়েছে। শুক্রবার (১৯ মে) রাতে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত মো: আবু সায়েদ ওই এলাকার মো ইব্রাহিমের ছেলে। পেশায় একজন নির্মাণ শ্রমিক।
স্থানীয় সুত্রে জানা গেছে, আবু সায়েদ তাঁর দুই সহযোগীসহ মোটর সাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিল, এই সময় রাত ১০টার দিকে বক্সমাহামুদ-ছাগলনাইয়া সড়কের তালবাড়িয়া রাস্তার মাথায় পৌঁছলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্বার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনায় গুরুতর আহত মোঃ রাসেল চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাকিব হোসেন ফেনী সদর হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও আরো দুইজন আহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।