


জেনারেল ইলি ছিং রাজবংশ আমলে সিনচিয়াং অঞ্চলের সর্বোচ্চ সরকারী মর্যাদা ভোগ করত। জেনারেল ইলি থেকে সিনচিয়াংয়ের উত্তর ও দক্ষিণ শাসিত হতো (থিয়ানশান পর্বতমালার উত্তরে জুংগার মঙ্গোলিয়ার পূর্বের স্থানটিকে ‘চুন পু’ বলা হয়, এবং থিয়ানশান পর্বতমালার দক্ষিণাঞ্চলে ইয়ে আর ছিয়াং কুওকে ‘হুই পু’ বলা হয়)। এর মধ্যে রয়েছে বলখাশ হ্রদের পূর্ব, দক্ষিণ, ইরটিশ নদীর উপরের অংশ, থিয়ানশান পর্বতমালার উত্তর ও দক্ষিণের রাস্তা, এবং ছু নদী, তালাস নদী এবং পামিরসহ সংশ্লিষ্ট অঞ্চলের সামরিক ও রাজনৈতিক বিষয়াদি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।