শনিবার, জুন ১০, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকযুগোস্লাভিয়ায় চীনা দূতাবাসে ন্যাটোর বিমানহামলার ২৪তম বার্ষিকীতে ন্যাটোর উচিত আত্মসমালোচনা করা’

যুগোস্লাভিয়ায় চীনা দূতাবাসে ন্যাটোর বিমানহামলার ২৪তম বার্ষিকীতে ন্যাটোর উচিত আত্মসমালোচনা করা’


মে ৮: তত্কালীন যুগোস্লাভিয়ায় চীনা দূতাবাসে ন্যাটোর বিমানহামলার ২৪তম বার্ষিকীতে ন্যাটোর উচিত নিজের অপরাধ স্মরণ করে আত্মসমালোচনা করা। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। ২৪ বছর আগে ৭ উক্ত হামলা চালিয়েছিল ন্যাটো।
মুখপাত্র ওয়াং বলেন, ১৯৯৯ সালের ৭ মে-র ওই হামলায় ৩ জন চীনা সাংবাদিক নিহত হন এবং ২০ জনেরও বেশি চীনা কূটনৈতিক কর্মকর্তা আহত হন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর সেই নৃশংসতা চীনারা চিরকাল মনে রাখবে।
মুখপাত্র বলেন, ন্যাটো একদিকে নিজেকে আঞ্চলিক ও প্রতিরক্ষামূলক সংস্থা হিসেবে আখ্যায়িত করে, আবার অন্যদিকে অব্যাহতভাবে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করে তা জিইয়ে রাখছে। ঠান্ডাযুদ্ধের পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনা থেকে কসোভো, ইরাক থেকে আফগানিস্তান, এবং লিবিয়া থেকে সিরিয়া পর্যন্ত কোনো দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর আগ্রাসন থেকে রেহাই পায়নি। পরিসংখ্যান অনুসারে, ২০০‌১ সালের পর ন্যাটোর চাপিয়ে দেওয়া যুদ্ধে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং কোটি কোটি মানুষ হয়েছেন গৃহহীন।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট