


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মহাদেবপুরে চুরি, ডাকাতি, ছিনতাই রোধসহ সার্বিক কাজের উপর মার্চ/২০২৩ মাসে জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হলেন মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন।
বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্স, নওগাঁ ড্রিল সেটে মাননীয় পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে মার্চ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় মার্চ মাসের কাজের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানা (১ম স্হান) নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মহাদেবপুর সার্কেলের সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালকে শ্রেষ্ঠ সার্কেলের পুরষ্কার, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার ও অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্তের পুরষ্কার প্রদান করেন।
এবিষয়ে তাঁর অনুভূতি জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানায় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সেইসাথে এই উপজেলার সর্বোস্তরের জনসাধারণকে। আমি এই থানায় যোগদান করার পর থেকেই নির্যাতিত মানুষের সাথে থেকে অপরাধীকে আইনের আওতায় এনেছি। আমার সার্বিক কাজের জন্য উপজেলার প্রতিটি মানুষ আমাকে সাহায্য করেছে। ভবিষ্যতে ও যেন আমি এভাবে মানুষের সেবা করে যেতে পারি।