


যে কোনো একটি বছরের সবচেয়ে উষ্ণ ও সবচেয়ে শীতল দিনের মধ্যে পার্থক্য অনেক। এখানে বৃষ্টিপাত কম হয়; বাতাস প্রচুর। সিনচিয়াং আলো-বাতাসে সমৃদ্ধ। সিনচিয়াংয়ের ‘তুর্পান’ বেসিনে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এখানে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা গোটা চীনের সর্বোচ্চ তামপাত্রা। ওদিকে, ‘ফু ইয়ুন’ জেলার ‘খ্য খ্য থুও হাই’ হচ্ছে সিনচিয়াংয়ের সবচেয়ে ঠাণ্ডা জায়গা। জানুয়ারিতে এখানকার সবচেয়ে কম তাপমাত্রা -৫১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে, চীনের হেইলুংচিয়াং প্রদেশের মোহ্য জেলার তাপমাত্রা এর চেয়েও কম হতে পারে।
সিনচিয়াংয়ের অধিকাংশ এলাকায় বসন্তকাল ও গ্রীষ্মকাল এবং শরত্কাল ও শীতকালের মধ্যে দিনের তাপমাত্রার ব্যবধান অনেক বেশি। তাই, প্রাচীনকাল থেকে সিনচিয়াংয়ে এই কথাটি প্রচলিত: ‘সকালে চামড়ার জ্যাকেট ও বিকেলে পাতলা কাপড় পরুন এবং বেশি বেশি তরমুজ খান’।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।