


মার্চ ৩০: জাতিসংঘের জেনিভা কার্যালয় ও সুইজারল্যাণ্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের প্রতিনিধি ছেন সু, গতকাল (বুধবার) জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫২তম সম্মেলনে, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ প্রায় ৮০টি দেশের পক্ষে ‘ভিয়েনা ঘোষণা ও কর্মসূচি’ গৃহীত হওয়ার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে, উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।
ভাষণে তিনি বলেন, ‘ভিয়েনা ঘোষণা ও কর্মসূচি’ হচ্ছে বিশ্বের মানবাধিকার ইতিহাসে একটি মাইলফলক। বিগত ৩০ বছরে এই ঘোষণার চেতনায় আন্তর্জাতিক সমাজ মানবাধিকারের পথ অনুসন্ধান করে এসেছে। তবে, এখনও আন্তর্জাতিক সমাজ ক্রমবর্ধমান অসাম্য ও বৈষম্য, রাজনৈতিক মেরুকরণ ও বিভাজনসহ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা গুরুতরভাবে এই ঘোষণা বাস্তবায়ন ও এর উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।