রবিবার, জুন ১১, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকউচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান

উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান

মার্চ ৩০: জাতিসংঘের জেনিভা কার্যালয় ও সুইজারল্যাণ্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের প্রতিনিধি ছেন সু, গতকাল (বুধবার) জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫২তম সম্মেলনে, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ প্রায় ৮০টি দেশের পক্ষে ‘ভিয়েনা ঘোষণা ও কর্মসূচি’ গৃহীত হওয়ার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে, উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।
ভাষণে তিনি বলেন, ‘ভিয়েনা ঘোষণা ও কর্মসূচি’ হচ্ছে বিশ্বের মানবাধিকার ইতিহাসে একটি মাইলফলক। বিগত ৩০ বছরে এই ঘোষণার চেতনায় আন্তর্জাতিক সমাজ মানবাধিকারের পথ অনুসন্ধান করে এসেছে। তবে, এখনও আন্তর্জাতিক সমাজ ক্রমবর্ধমান অসাম্য ও বৈষম্য, রাজনৈতিক মেরুকরণ ও বিভাজনসহ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা গুরুতরভাবে এই ঘোষণা বাস্তবায়ন ও এর উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট