


ইউকেসেক সিগায়েটি সিপিপিসিসি’র সদস্য এবং সিনচিয়াংয়ের আর্ট থিয়েটার অপেরা ট্রুপের অভিনেতা। এবারের দু’ই অধিবেশনে’ নিজের প্রস্তাব তৈরি করতে তাকে খানিকটা তাড়াহুড়া করতে হয়েছে।
তিনি চীনের চতুর্দশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রথম অধিবেশনে যোগ দিতে বেইজিংয়ে আসেন। জনাব ইউকেসেক ‘চীনের তাজিক ইয়াকদের মানবতার অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার আবেদন করার প্রস্তাব’ নিয়ে আসেন। তিনি বলেন, ‘আমি আশা করি, এ প্রস্তাবের মাধ্যমে, সিনচিয়াংয়ের অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমার নিজের ভূমিকা পালন করা হবে এবং পাশাপাশি, গ্রামীণ পুনরুজ্জীবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা প্রমাণিত হবে।’
সাম্প্রতিক বছরগুলোতে, ইউকেসেক সিগায়েটি শুধুমাত্র মঞ্চেই সক্রিয় ছিলেন না, বরং চীনা কমিউনিস্ট পার্টির সদস্যক্যাডার হিসেবে, ‘আওয়াতি’ কাউন্টির ‘ইঙ্গেরিক’ টাউনের সুয়াইদি গ্রাম ‘পরিদর্শন’-কাজেও অংশ নিয়েছেন। গত বছর, যখন তিনি তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টিতে আত্মীয়দের সাথে দেখা করতে যান, তখনও তিনি এলাকাটি ভালো করে পরিদর্শন করেন এবং বিস্তারিত খোঁজ-খবর নেন।
পরিদর্শন এবং গবেষণার সময়, তিনি বুঝতে পারেন যে, এখানকার ইয়াক ও ভেড়া অনন্য। তা ছাড়া, ইয়াক ও ভেড়ার খেলা চীনের তাজিক জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলা। তিনি বলেন, ‘আমার দেশের সংখ্যালঘু জাতিগুলোর খেলাধুলার ইতিহাস সম্পর্কে জানা এবং এসব ক্রীড়াকে সমৃদ্ধ করার জন্য এ সম্পর্কে জানাশোনার কোনো বিকল্প নেই। সুরক্ষা, উত্তরাধিকার এবং প্রচারের মাধ্যমে, ইয়াক ও ভেড়ার খেলা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং এতে স্থানীয় পর্যটনশিল্পও আরও উন্নত হতে পারে। নিঃসন্দেহে এটি এখানকার সকল জাতিগোষ্ঠীর মানুষের আয় বাড়াতেও ভূমিকা রাখবে।’
ইউকেসেক সিগায়েটি বলেন, ‘সিপিপিসিসির সদস্য হিসেবে নির্বাচন করে, দল ও জনগণ আমাকে সম্মানিত করেছে। আমি আন্তরিকতার সাথে আমার দায়িত্ব পালন করব, জীবনের গভীরে যাব, জনগণের মধ্যে শিকড় স্থাপন করব, এবং সর্বান্তকরণে মানুষের সেবা করব।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।