


মার্চ ৫: আজ (রোববার) চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের সম্মেলন বা এনপিসি’র প্রথম অধিবেশন সকালে বেইজিংয়ের গণ-মহাভবণে শুরু হয়েছে। সি চিন পিংসহ চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এবং দেশের শীর্ষনেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এতে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং অধিবেশনে সরকারি কর্ম-প্রতিবেদন পেশ করেন।
কর্ম-প্রতিবেদনে জনাব লি খ্য ছিয়াং বলেন, বর্তমানে চীনের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ ‘বি এবং বি শ্রেণী ব্যবস্থাপনার’ স্বাভাবিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পর্যায়ে সমন্বয় করা হয়েছে। প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ আরও ভালোভাবে করার জন্য বৈজ্ঞানিক, সুনির্দিষ্ট ও দক্ষ পদ্ধতিতে কাজ করতে হবে। স্বাস্থ্যরক্ষা, গুরুতর রোগ প্রতিরোধ এবং বয়স্ক, শিশু ও মৌলিক রোগে আক্রান্ত গোষ্ঠীর চিকিৎসা ও ত্রাণকাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি, কার্যকরভাবে টিকার আপগ্রেডিং এবং নতুন ওষুধের বিকাশ উন্নত করবে চীন, যাতে জনসাধারণের ওষুধ ব্যবহারের চাহিদা নিশ্চিত করা যায় এবং জনগণের প্রাণের নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষা করা যায়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।