


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের সদর থানার খঞ্জনপুর এলাকা থেকে রোববার দুপুর পৌনে ২ টার দিকে ১ জন ভিকটিম উদ্ধারপূর্বক মোঃ হাবীব রহমান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার জানান, ভিকটিম জাকিয়া সুলতানা ও মোঃ হাবীব দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কে জড়িত ছিল। প্রায় সাড়ে চার বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ধর্ষক ভিকটিমের সাথে বিবাহ বহিভূত শারীরিক সম্পর্ক করে আসছিল। পরবর্তীতে জাকিয়া সুলতানা হাবীবকে বিয়ের কথা বললে সে নানা ধরনের টালবহনা শুরু করে ও এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং হুমকি দেয় যেন বিয়ের জন্য পীড়াপীড়ি না করে। করলে সে তাকে মেরে ফেলে লাশ গুম করে দিবে।
পরবর্তিতে গত ১৮ তারিখে জেলার সদর থানার খঞ্জনপুর এলাকার সাব রেজিস্ট্রি অফিসের পাশে নেপিয়ার ঘাস ক্ষেতে অভিযুক্ত ধর্ষক কৌশলে ভিকটিমকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর জাকিয়া সুলতানা র্যাব ক্যাম্প জয়পুরহাটে এসে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলে র্যাবের আভিযানিক দল জেলার প্রিন্সের চাতালের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে সে ভিকটিমের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কের কথা অকপটে স্বীকার করলে তার বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।