


ফেব্রুয়ারি ১৫: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (মঙ্গলবার), সিরিয়ার ভূমিকম্পদুর্গতদের জন্য ৩৯.৭ কোটি মার্কিন ডলার সাহায্য দিতে, আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এই অর্থ আগামী তিন মাসে ৫০ লাখ সিরীয় দুর্গতকে জরুরি আশ্রয়দান, চিকিত্সা ও স্বাস্থ্য সেবা প্রদান, এবং খাদ্য সহায়তা দেওয়ার কাজে ব্যবহৃত হবে। তুর্কিয়ের ভূমিকম্পদুর্গতদের জন্য একই ধরনের চাঁদা সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত প্রস্তুতিমূলক পর্যায়ে প্রবেশ করেছে বলেও তিনি জানান।
গুতেরহিস আরও বলেন, দুর্গতদের সাহায্য করতে জাতিসংঘ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, এ সাহায্য বিশাল মানবিক চাহিদা পূরণে যথেষ্ট নয়।
উল্লেখ্য, ভূমিকম্পের পর তুর্কিয়ে ও সিরিয়ায় ত্রাণ-কার্যক্রমে ৫ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি তহবিল।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।