বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকসিরিয়ার ভূমিকম্পদুর্গতের ৪০ কোটি মার্কিন ডলার দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি জাতিসংঘের আহ্বান

সিরিয়ার ভূমিকম্পদুর্গতের ৪০ কোটি মার্কিন ডলার দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি জাতিসংঘের আহ্বান

ফেব্রুয়ারি ১৫: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (মঙ্গলবার), সিরিয়ার ভূমিকম্পদুর্গতদের জন্য ৩৯.৭ কোটি মার্কিন ডলার সাহায্য দিতে, আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এই অর্থ আগামী তিন মাসে ৫০ লাখ সিরীয় দুর্গতকে জরুরি আশ্রয়দান, চিকিত্সা ও স্বাস্থ্য সেবা প্রদান, এবং খাদ্য সহায়তা দেওয়ার কাজে ব্যবহৃত হবে। তুর্কিয়ের ভূমিকম্পদুর্গতদের জন্য একই ধরনের চাঁদা সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত প্রস্তুতিমূলক পর্যায়ে প্রবেশ করেছে বলেও তিনি জানান।
গুতেরহিস আরও বলেন, দুর্গতদের সাহায্য করতে জাতিসংঘ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, এ সাহায্য বিশাল মানবিক চাহিদা পূরণে যথেষ্ট নয়।
উল্লেখ্য, ভূমিকম্পের পর তুর্কিয়ে ও সিরিয়ায় ত্রাণ-কার্যক্রমে ৫ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি তহবিল।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট