


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
সিএমপি কোতোয়ালী থানার অভিযানে দীর্ঘদিন আত্নগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি,০৬টি সাজা পরোয়ানা এবং ০২টি পরোয়ানাভুক্ত আসামি দম্পতি অবশেষে গ্রেফতার।
আজ ১৩ফেব্রুয়ারি,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার এসআই/মৃণাল কান্তি মজুমদার ও এএসআই/ছাদেক হোসেন সংগীয় ফোর্সসহ নগরীর বন্দর থানাধীন কমিশনার গলিস্থ ওয়াসিল চৌধুরী পাড়া থেকে ০৬টি সাজা পরোয়ানা ও ০২টি পরোয়ানা ভুক্ত আসামি আন্না সিকদার ও শিবুপদ সিকদারকে আটক করেন।
আটককৃত আসামিরা ২০১৮ইং থেকে বিভিন্ন ব্যাংক হতে ঋণ নিয়া ঋণের অর্থ পরিশোধ না করে আত্মগোপনে চলে যায়। ব্যাংক কর্তৃপক্ষ আসামিদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলার শুনানী শেষে ২০২২ইং সালে আসামীদ্বয়কে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।
আসামিরা সাজার মেয়াদ থেকে নিজেদেরকে জন্য গ্রেফতার এড়াতে বাংলাদেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন আত্মগোপনে ছিলো।