


বিশ্বের সর্বোচ্চ মালভূমিতে এর অবস্থান। তিব্বত ‘বিশ্বের ছাদ’ নামে সুপরিচিত। টপোগ্রাফি অনুযায়ী চারটি প্রাকৃতিক এলাকায় বিভক্ত এটি: ‘জাং পেই মালভূমি’, ‘জাং নান মালভূমি’, ‘জাং তুং তিন নদী ক্যানিয়ন’ এবং ‘হিমালয়’। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ মিটারেরও বেশি। প্রধান প্রধান পর্বত হচ্ছে হিমালয়, খুনলুন পর্বত, থাংকুলা পর্বত, কাংতিসি পর্বত এবং নিয়ানছিংথাংকুলা পর্বত। এর মধ্যে হিমালয়ের ছুমোলোংমা শৃঙ্গের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৪৪.৪৩ মিটার। এটি বিশ্বের সর্বোচ্চ পর্বত শিখর। এর আরেকটি নাম মাউন্ট এভারেস্ট।
তিব্বতের প্রধান নদী হচ্ছে লানছাং নদী ও নু নদী, প্রভৃতি। এর মধ্যে দি ইয়ারলুং জাংবো নদীর ( the Yarlung Zangbo River) দৈর্ঘ্য ১৭০০ কিলোমিটার। এটি তিব্বতের দীর্ঘতম নদী।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ১৫০০টিরও বেশি হ্রদ আছে, যেগুলোর মোট আয়তন ২৪ হাজার বর্গকিলোমিটার। চীনে সবচেয়ে বেশি হ্রদ আছে তিব্বতে। এখানকার বড় হ্রদগুলোর মধ্যে রয়েছে ‘নামুছুও’, ‘স্যলিনছুও’, ‘চারিনানমুছুও’, ‘পাকুংছুও’ এবং ‘ইয়াংচাওইুংছুও’, প্রভৃতি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।