


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
জাতীয় গ্রন্থাগার দিবস” এ আরো একটি সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্বোধন। “স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্ত গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে গতকাল ৫ফেব্রুয়ারিতে সারাদেশে পালিত হয় “জাতীয় গ্রন্থাগার দিবস”২০২৩।
গতকাল ৫ফেব্রুয়রি,রবিবার,সন্ধ্যায়, দিবসটি উদযাপন উপলক্ষে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সৌজন্যে নোয়াখালীর মাইজদী নতুন বাসস্ট্যান্ডে নিউ প্যারিস হেয়ার ড্রেসার সেলুনে প্রতিষ্ঠান মালিক বাবু জগদীশ চন্দ্র শীলের হাতে সুসজ্জিত বই সম্বলিত বুক সেলফ তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র স্বপ্নদ্রষ্টা, দুই বাংলার জনপ্রিয় কবি গোলাম মাওলা জসিম।
এ সময় কবি গোলাম মাওলা জসিম বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সকল কার্যক্রমেই এর ছোঁয়া প্রয়োজন। আর স্মার্ট হতে বই পড়ার বিকল্প নেই। বর্তমানে বই পড়ায় আমাদের মাঝে অনীহা কাজ করে।
তিনি আরো বলেন,মুলত সেলুন সেবা নিতে আসা মানুষের কথা চিন্তা করে,অবসর সময় যাতে বই পড়ে জ্ঞান আহরণ করতে পারে, সে প্রয়াসে সেলুনে পাঠাগার স্থাপনের বিকল্প নেই। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক সেলুনে স্থান পেয়েছে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সৌজন্যে বুক সেলফ, যেখানে দেশী-বিদেশী ও দুই বাংলার জনপ্রিয় কবি সাহিত্যিকদের কালজয়ী বই স্থান পেয়েছে।
এ বিষয়ে সেলুন মালিক বলেন,আমি নিজেও বই পড়তে খুব পছন্দ করি।আমার সেলুনে এই বুক সেলফ আমার কাছে একটি সন্তানের মতো হয়ে থাকবে।এ সময় সেলুনে আগত সেবাগ্রহী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ।
[06/02, 4:28 pm] Mohammed Masud: মাদকসহ ১কারবারি আটক-র্যাব-৭
বিশেষ প্রতিনিধি।
র্যাব-৭,চট্টগ্রাম এর অভিযানে সীতাকুন্ড হতে ৮৪৫ বোতল
ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী আটক মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ।
০৫ ফেব্রুয়ারি বিকাল ৩:৩০ টায় আভিযানিক দল সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ীসহ আসামী মোঃ শাহজাহান (৪০) আটক করতে সক্ষম হয়।
র্যাব সুত্রে জানা যায়,গোগন তথ্যের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে নিয়ে
যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গাড়ী তল্লাশী শুরু করে। পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরাউক্ত গাড়ীটি থামানোর সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজতে থাকা ৪টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ৮৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।