


জানুয়ারি ২৫: সম্প্রতি চীনের জাতীয় গ্রামীণ পুনরুজ্জীবন ব্যুরো জানিয়েছে, ২০২২ সালে দারিদ্র্যমুক্তকরণের সাফল্য আরও বেড়েছে, ব্যাপকভাবে দারিদ্র্যমুক্ত ব্যক্তিদের পুনরায় দারিদ্র্যতার দিকে ফিরে যাওয়া প্রতিরোধ করা হয়েছে। এসময় গোটা চীনে দারিদ্র্যমুক্তদের মাথাপিছু আয়ে ১৪ হাজার ৩৪২ ইউয়ান। যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ১৪.৩ শতাংশ বেশি হয়েছে।
দারিদ্র্যের দিকে প্রত্যাবর্তন রোধ সংক্রান্ত পর্যবেক্ষণ-ব্যবস্থা আরও মজবুত হয়েছে। বিভিন্ন স্থানের অবস্থা অনুযায়ী পর্যবেক্ষণ-সংক্রান্ত বার্ষিক সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যাদের দারিদ্র্যের দিকে ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাদেরকে সুনির্দিষ্ট সহায়তা দেওয়া হয়েছে, প্রয়োজন হলে সবাই সে সহায়তা পাবে। ২০২২ সালে ৬৫.৩ শতাংশ মানুষের দারিদ্র্যের দিকে ফেরার ঝুঁকি নিষ্পত্তি করা হয়েছে।
কর্মসংস্থান ও শিল্প সহায়তা-ব্যবস্থা আরও কার্যকর করা হয়েছে, দারিদ্র্যমুক্তদের আয় তুলনামূলক দ্রুত বেড়েছে। ২০২২ সালে দারিদ্র্যমুক্ত জেলার কৃষকদের মাথাপিছু আয় এবং দারিদ্র্যমুক্তদের মাথাপিছু নিট আয় প্রবৃদ্ধির হার- গোটা চীনের কৃষকদের মাথাপিছু মানের চেয়ে বেশি হয়েছে।
কর্মসংস্থান বিবেচনায়, দারিদ্র্যমুক্তদের বাইরে কাজ করা এবং নিকটবর্তী এলাকায় কাজ করা—এই দ্বিমুখী পদ্ধতিতে কাজ করেছে বিভিন্ন স্থানের বিভাগগুলো।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।