


জানুয়ারি ২৩: মার্কিন বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আইনজীবী এক বিবৃতিতে বলেছেন, গত শুক্রবার মার্কিন আইন বিচার বিভাগের তদন্তকারীরা ডেলাওয়্যারে বাইডেনের বাসভবন থেকে আরও কিছু ‘গোপন নথি’ খুঁজে পেয়েছেন।
বাইডেনের আইনজীবী বলেছেন, প্রায় ১২ ঘণ্টা তদন্তের পর অন্তত ৬টি গোপন নথি পায় আইন বিচার বিভাগ। এর মধ্যে কয়েকটা সিনেটে দায়িত্ব পালনকালের, অন্যগুলো ভাইস-প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনকালের।
তিনি বলেন, বাইডেনের ব্যক্তিগত আইনজীবীদল এবং হোয়াইট হাউসের আইন উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা সরাসরি এবারের ‘সম্পূর্ণ তদন্ত’ তত্পরতায় ছিলেন। এ সময় তারা বাইডেনের বাসভবনে ঢুকেছেন। প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বলেন, তদন্তের সময় বাইডেন ও তাঁর স্ত্রী ছিলেন না। তিনি বলেন, এই ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
এদিকে, জো বাইডেন ভাইস-প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনকালে পর্যায়ক্রমে দুই দফায় স্পর্শকাতর গোপন নথি তাঁর একটি অফিস ও বাসা থেকে উদ্ধার করা হয়। মার্কিন আইন ও বিচার বিভাগের বিশেষ প্রসিকিউটর ওই তদন্ত করছেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।