শনিবার, মার্চ ২৫, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকসিনচিয়াংয়ের নরসুন্দর বাগেদাতের সুখী জীবন

সিনচিয়াংয়ের নরসুন্দর বাগেদাতের সুখী জীবন

সেলুন হল এমন একটি জায়গা যেখানে আমরা প্রায়ই যাই বা আমাদেরকে সেখানে যেতে হয়। আমাদের প্রত্যেকের প্রিয় নাপিত বা নরসুন্দর আছেন, যাদের কাছে আমরা নিয়মিত যাই। আজকের অনুষ্ঠানে চীনের সিনচিয়াংয়ের একজন নাপিতের গল্প তুলে ধরবো। তাঁর নাম বাগেদাতে।

সিনচিয়াংয়ের ‘এ মিন’ জেলার ‘চুং সিং’ রোড স্কোয়ারের প্রথম তলায় একটি সেলুন রয়েছে। এর মালিক হলেন বাগেদাতে, যিনি আট বছর ধরে ব্যবসা করছেন। তার উদ্যোক্তা হিসেবে যাত্রার কথা স্মরণ করে বাগেদাতে বলেন, চুল কাটানোর ব্যবসার সাথে আরও ভালভাবে জড়িত হওয়ার জন্য তিনি ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত চুল কাটার বিভিন্ন কলা-কৌশল রপ্ত করেন। ২০১৮ সালে তিনি ‘থাছেং’ এলাকায় অনুষ্ঠিত উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে স্থানীয় পার্সোনেল ব্যুরোর একটি ছোট সুরক্ষিত ঋণও তিনি লাভ করেন। প্রথম বছরে তিনি ৫০ হাজার ইউয়ান মুনাফা করেন এবং দ্বিতীয় বছরে মুনাফা করেন এক লাখ ইউয়ান। তিনি বলেন, ‘আমি হেয়ারড্রেসিং শিল্প পছন্দ করি। যখন প্রত্যেক গ্রাহককে সুন্দর দেখি ও হাসিমুখে আমার দোকান থেকে বের হয়ে যেতে দেখি, তখন আমার খুব ভালো লাগে। আমাদের কাজ খুব কঠিন। কিন্তু যে-মুহূর্তে আমি বাসায় ফিরে দরজা খুলে বাচ্চাদের হাসিমুখ দেখি, তখন আমি দিনের সমস্ত ক্লান্তি ভুলে যাই, পরিবার আমার সবচেয়ে বড় শক্তি। তাদের জন্য আমি আরও পরিশ্রম করতে চাই। কারণ, আমি আরও উন্নত জীবন তাঁদেরকে দিতে চাই। বাগেদাতে আশা করেন, তাঁর কর্মীদের নিয়ে তিনি আরও যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন, যাতে একটি ভালো আগামীকে ‘কাট’ করা যায়।
তিনি বলেন, ‘এখন আমার দোকানে ছয় থেকে সাত জন কর্মী আছেন। তাঁদেরকে ভালভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি আমি। দক্ষ হয়ে ওঠার পর, সবাই নিজ নিজ সেলুন খুলতে পারবেন।’
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট