


জানুয়ারি ২২: চীনের বসন্ত উৎসব উপলক্ষ্যে বিভিন্ন দেশে নানা ধরনের উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে স্থানীয়রা অংশগ্রহণ করেছে।
শনিবার নিউজিল্যান্ডের চীনা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘বসন্ত উৎসবের ফুলের বাজার মজার দিবস’ শীর্ষক অনুষ্ঠান অকল্যান্ডে অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ ঐতিহ্যবাহী রীতি-নীতি ও সাংস্কৃতিক পরিবেশনা এবং শত শত সুস্বাদু খাবার ও নববর্ষ পণ্যের বুথ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। গোটা ফুলের বাজারে সরগরম অবস্থা ছিল, মানুষের মুখে বসন্ত উৎসবের আনন্দ দেখা যায়।
স্থানীয় প্রবাসী চীনা লু ই বলেন, বসন্ত উৎসব উদযাপনের একটি প্রধান বিষয় হলো টেবিলে একসাথে খাবার খাওয়া এবং বসন্ত উৎসবের সান্ধ্য গালা অনুষ্ঠান উপভোগ করা। যা ছোটবেলার স্মৃতি এবং চীনা সংস্কৃতির ঐতিহ্য।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।