


জানুয়ারি ২১: যুক্তরাষ্ট্র সময় শুক্রবার চায়না মিডিয়া গ্রুপ- সিএমজি’র চীনা বসন্ত উৎসবের সান্ধ্য অনুষ্ঠান অর্থাত্ ‘বসন্ত উৎসব গালা’ প্রথমবারের মতো নিউইয়র্কের এম্পয়ার স্টেট ভবনে দেখানো হয়েছে।
এই ভিডিও’র লুপ প্রচারের জন্য ভবনটির পঞ্চম তলার প্রধান প্রবেশদ্বারে বড় পর্দার ব্যবস্থা করা হয়। অনেক মার্কিন সংবাদদাতা সেখানে গিয়ে সরাসরি ভিডিও’র ছবি তুলেছেন।
সব দর্শকের জন্য একটি চীনা কর্নার সৃষ্টি করা হয় ভবনটির ৮৬তম তলায়। সেখানে সবাই চীনা বসন্ত উৎসব— খরগোশ বর্ষকে স্বাগত জানান।
এম্পায়ার স্টেট ভবনটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি নিউইয়র্কের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে ৪০ লাখেরও বেশি দর্শক সেখানে যান।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।