


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের সদর থানার বিশ্বাসপাড়া এলাকা থেকে একটি ভাড়া বাড়িতে আটকে রেখে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করা ভিকটিমকে উদ্ধার পূর্বক মোঃ হিরো (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ জানান, ভিকটিমের পরিবার র্যাব ক্যাম্পে অভিযোগ করলে তাদের অবস্থান সনাক্তকরণের পর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামানের নেতৃত্বে সোমবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি মাস্টারপাড়া গ্রামের মোঃ ফজল করিম বাবুয়ার ছেলে হিরোকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।