শনিবার, এপ্রিল ১, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলানোয়াখালী সাইবার ওয়ারিয়র্স কর্তৃক এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স কর্তৃক এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

মোঃ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি জনপ্রিয় সামাজিক,সেচ্ছাসেবী সংগঠন নোয়াখালীর সাইবার ওয়ারিয়র্স।

রবিবার (১৫ জানুয়রি) দুপুরের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের মক্কা নগর মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ছাত্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হান। এসময়। আরো উপস্থিত ছিলেন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন রিমন, আনোয়ার হোসেন অপু,শামিম,সাইফ নিশোল,নাফিস সহ অনেকে।

এসময় শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা (রুমেল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হেদায়েত উল্ল্যাহ মানিক। নোয়াখালী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রাফাত আহম্মেদ (অন্তর) এবং এতিম খানার সুপার,শিক্ষকসহ অন্যান্যরা। সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইবার সিকিউরিটিজ, সাইবার আইন,সাইবার হেরেজমেন্ট সহ ইত্যাদি বিষয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য ছাত্রদের মাঝে নানা দিক নির্দেশনা তুলে ধরেন। নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স মানুষকে সাইবার সেবা দেওয়ার পাশাপাশি ইতিমধ্যেই অনেক গুলো সামাজিক কার্যক্রম পরিচালনা করে জেলাজুড়ে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

কম্বল পেয়ে এমিত শিশু রনি,ফাহাদ,কবির,জিকুরা জানান, এই শীতে একটি কম্বলই অনেক আমাদের মতো এতিম ছাত্রদের জন্য। উল্লেখ্য, গত বছরই জেলার বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ করে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স। আজম পাশা (রুমেল) জানান, কম্বল বিতরণের মতো
সংগঠনগুলো মানবতার সেবায় এগিয়ে আসার মাধ্যমেই সমাজের অসহায়, হতদরিদ্র মানুষগুলো তুলনামূলক ভালোভাবে জীবনযাপন করতে পারবে বলে আমার বিশ্বাস।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট