


ইউনিলিভার বাংলাদেশ শূন্য পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের আইটি বিভাগে লোকবল নিয়োগ দেবে। তবে এ পদের জন্য কতজন নিয়োগ পাবেন তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
হেড অব আইটি পদের জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১ সেপ্টেম্বর ২০২১।
আবেদনের যোগ্যতা:
আগ্রহীদের আবেদন করতে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অটোমেশন, ট্রান্সফরমেশন, আইটি বিজনেস, আইটি সার্ভিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বিভিন্ন প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে humanresources.uhl@unilever.com এই ঠিকানায় আবেদন করতে পারবেন।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া বেতন নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও পাবেন নিয়োগপ্রাপ্ত কর্মীরা।