


নভেম্বর ৯: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি এবং চীনের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সিয়ে চেন হুয়া গতকাল (মঙ্গলবার) বলেছেন, উন্নত দেশগুলোর উচিত যত তাড়াতাড়ি সম্ভব ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি পূরণ করা এবং অর্থ দ্বিগুণ করার রোডম্যাপ উত্থাপন করা, যাতে উত্তর-দক্ষিণ পারস্পরিক আস্থা জোরদার করা যায়। ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামোগত কনভেশন’-এর ২৭তম স্বাক্ষরকারী সম্মেলন (সিওপি২৭)-এ সিয়ে চেন হুয়া এ কথা বলেন।
তিনি বলেন, চলতি বছর চরম আবহাওয়া বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এসব দেশ ও অঞ্চলে জ্বালানি ও খাদ্যের সংকট গুরুতর আকার ধারণ করেছে। এর মূল কারণ জলবায়ু পরিবর্তন।
তিনি বলেন, চলতি বছর জলবায়ু কনভেশন স্বাক্ষরের ৩০তম বার্ষিকী। ‘প্যারিস চুক্তি’ ইতোমধ্যেই সার্বিকভাবে বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, চীন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে ও অবিরত কাজ করে যাচ্ছে। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশ জাতীয় কংগ্রেসে সবুজ উন্নয়নের পথে চলার দৃঢ়প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত হয়েছে। এ ক্ষেত্রে চীনের অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।