


চীনের মহাকাশকেন্দ্র থেকে বেরিয়ে দ্বিতীয়বারের মতো মহাশূন্যে বিচরণ করেছেন দেশটির দুই নভোচারী লিউ বোমিং ও নাই হাইসেং।
বেইজিং-এর স্থানীয় সময় শুক্রবার (২০ আগস্ট) তারা মহাকাশকেন্দ্রটির কোর মডিউল তিয়ানহে থেকে বের হয়ে মহাশূন্যে হাঁটেন। এর আগে ৪ জুলাই প্রথমবারের মতো মহাকাশে বিচরণ করেন এ দুই চীনা নভোচারী।
বেইজিং-এ তখন সকাল ৮টা বেজে ৩৮ মিনিট। চীনের মহাকাশযানের দরজা খুলে শূন্যে ভাসেন নভোচারী নাই হাইসেং। এরপর দ্বিতীয়বারের মতো মহাকাশকেন্দ্রটির কোর মডিউল তিয়ানহে থেকে বের হয়ে আসেন আরেক নভোচারী লিউ বোমিং। এর আগে নিয়ম অনুযায়ী মহাকাশ কেন্দ্রের কেবিনেই ব্যায়াম করেন এবং স্বাস্থ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা করান তারা।চীনা স্পেস এজেন্সি জানায়, নভোচারীরা মহাকাশযানের সাথে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যুক্ত করতে কাজ করেন। দ্বিতীয়বার মহাশূন্যে বেরিয়ে প্যানারমিক ক্যামেরা স্থাপন ছাড়াও মহাকাশযান সম্প্রসারণের কাজ করেন তারা।এর আগে গেল ১৭ জুন চীনের গাংসু প্রদেশের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনজু-১২ নভোযানটি উৎক্ষেপণ করা হয়। এতে ছিলেন তিনজন নভোচারী। মহাকাশ স্টেশনটিতে তারা তিন মাস অবস্থান করবেন বলে জানিয়েছিলো চায়না স্পেস এজেন্সি। ইতোমধ্যে ২ মাস যানটিতে অতিবাহিত করেছেন তারা। আরও এক মাস অবস্থানের পর পৃথিবীতে ফিরবেন নভোচারীরা।
চীনের নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণের এটি মানুষবাহী সপ্তম মহাকাশ অভিযান। গত পাঁচ বছরের মধ্যে নভোচারীসহ চীনের দীর্ঘ সময়ের মহাকাশ অভিযানও এটি।