শনিবার, জুন ১০, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলানওগাঁয় র‍্যাবের অভিযানে বিজিবি সদস্যদেরকে কুপিয়ে দুই জখমকারী গ্রেফতার

নওগাঁয় র‍্যাবের অভিযানে বিজিবি সদস্যদেরকে কুপিয়ে দুই জখমকারী গ্রেফতার

অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি থানার ধুরইল সীমান্ত হতে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যদের উপর আক্রমনকারী এজাহার নামীয় প্রধান আসামী মোঃ রেজাউল করিম গুপ্তা (৫৫) ও এজাহার নামীয় আসামী মোঃ মেহেদী হাসান রাজু (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ৪ নভেম্বর বিজিবি জেসিও নায়েব সুবেদার মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩ জন অন্যান্য পদবীর সদস্যসহ ১৪ বিজিবি (পত্নীতলা) ব্যাটালিয়নের অন্তর্গত নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী বস্তাবর সীমান্ত এলাকায় টহলে বের হয়। আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে বস্তাবর সীমান্ত এলাকায় ৮ থেকে ১০ জন অবৈধ মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করে নিয়ে আসতেছিল। এই দৃশ্য টহল টিমের নজরে আসলে দায়িত্বরত টহল টিম তাদেরকে আটক ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা করে। এসময় টহল টিমকে দেখামাত্র চাপাতি, চাইনিজ কুড়াল, হাসুয়াসহ বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কমান্ডারসহ ৩ জন বিজিবি সদস্যকে জখম করে। এরমধ্যে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মোঃ মুজিবুর রহমানের অবস্থা আশংকাজনক। তার মাথা ও পিঠের গভীরে হাসুয়া ঢুকে যায়। অন্যান্য সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরবর্তীতে আক্রমনকারী মাদক চোরাকারবারীদের সনাক্ত করে নওগাঁ জেলার ধামইরহাট থানায় ১৪ বিজিবি (পত্নীতলা) ব্যাটালিয়ন ৭জনসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর র‌্যাব এজাহারপ্রাপ্ত হয়ে র‌্যাবের গোয়েন্দা শাখার সহায়তায় ছায়া তদন্তের মাধ্যমে সোমবার পূর্বরাত সাড়ে ১২ টার দিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারির নেতৃত্বে নওগাঁর ধামইরহাটের রসুলপুর গ্রামের মৃত তসির উদ্দিনের ছেলে মোঃ রেজাউল করিম গুপ্তা ও একই গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ মেহেদী হাসান রাজুকে গ্রেফতার করে এবং তাদের দেয়া তথ্য ও দেখানো মতে একটি হাসুয়া উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলার ধামুইরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট