


নভেম্বর ৭: ব্লুটুথ হিয়ারিং এইড, সীসাহীন পেসমেকার, পুনর্বাসন ইন্টারনেট হাসপাতাল। চীনের পঞ্চম আমদানি মেলায় প্রবীণদের জন্য প্রয়োজনীয় পণ্য সবার নজর কাড়ে।
চীনে প্রবীণদের সংখ্যা বিশ্বের মোট প্রবীণ জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি। তাই, চীনে প্রবীণদের জন্য উপযোগী পণ্যের বাজার অনেক বড়। মেলায় ‘হুং ছিয়াও’ আন্তর্জাতিক ফোরামের এক সাব-ফোরামে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক ঔ সিয়াও লি এ কথা বলেন।
এবারের আমদানি মেলায় অংশগ্রহণকারীরা প্রবীণদের জন্য উপযোগী পণ্যও নিয়ে এসেছেন। এসব পণ্যের মধ্যে আছে চিকিত্সা যন্ত্রপাতি, ফাইভ-জি স্মার্ট মোবাইল হাসপাতাল, প্রবীণদের খাদ্য, ইত্যাদি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।