


নভেম্বর ৭: গতকাল (রোববার) চীনের সমাজ ও বিজ্ঞান একাডেমি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা গবেষণাকেন্দ্র এবং সামাজিক বিজ্ঞান সাহিত্য প্রকাশনা সংস্থার যৌথ উদ্যোগে, ‘বৈশ্বিক জ্বালানি নীলপত্র: বৈশ্বিক জ্বালানি উন্নয়ন রিপোর্ট, ২০২২’ প্রকাশিত হয়।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালে বৈশ্বিক বিদ্যুতের চাহিদা বৃদ্ধির গতি ধীর হবে এবং বিদ্যুতের প্রবৃদ্ধির প্রধান উত্স হবে পুনঃব্যবহারযোগ্য জ্বালানি। ২০২৪ সাল নাগাদ পুনঃব্যবহারযোগ্য বিদ্যুতের পরিমাণ ৩২ শতাংশে উন্নীত হবে বলে অনুমান করা হচ্ছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালে বৈশ্বিক বিদ্যুতের চাহিদা যথাক্রমে ২.৬ শতাংশ ও ২ শতাংশ বাড়বে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত, বিদ্যুতের সরবরাহের ক্ষেত্রে প্রবৃদ্ধির অধিকাংশই হবে চীনে, যা মোট প্রবৃদ্ধির অর্ধেক।
রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২১ সালে চীনে বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়েছে। সেবছর গোটা চীনে বিদ্যুতের ব্যবহার হয়েছে ৮.৩১ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘন্টা, যা ২০২০ সালের তুলনায় ১০.৩ শতাংশ বেশি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।