


নভেম্বর ২: চীনের পঞ্চম আন্তর্জাতিক আমদানি মেলা আগামী ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চীনের শাংহাই শহরে অনুষ্ঠিত হবে। উদ্যোক্তারা গতকাল (মঙ্গলবার) এক প্রেস ব্রিফিংয়ে জানান, মেলার বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে।
আন্তর্জাতিক আমদানি মেলার উপ-মহাপরিচালক সুন ছেং হাই প্রেস ব্রিফিংয়ে বলেন, এবারের মেলায় ১৪৫টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে। আরসিইপি’র সদস্যদেশগুলোর শিল্পপ্রতিষ্ঠানগুলোও এবারের মেলায় অংশ নেবে। আর, এবার মেলায় অংশগ্রহণকারী ‘এক অঞ্চল, এক পথ’ বরাবর বিভিন্ন দেশ এবং শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশের সংখ্যা গতবারের তুলনায় বাড়বে।
উপ-মহাপরিচালক সু বলেন, শত শত নতুন পণ্য, নতুন প্রযুক্তি এবং নতুন পরিষেবা এবারের মেলায় প্রদর্শিত হবে। এর মধ্যে অনেক পণ্য বিশ্বে প্রথমবারের মতো প্রকাশিত হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।