


নভেম্বর১: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গত ২৮ অক্টোবর লেসোথোর নবনির্বাচিত প্রধানমন্ত্রী সাম মাটেকেনেকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠান।
অভিনন্দনবার্তায় চীনা প্রধানমন্ত্রী লি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও লেসোথোর সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। এ সময় দু’পক্ষের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা ক্রমশ বেড়েছে এবং বাস্তব সহযোগিতা গভীরতর হয়েছে।
লি খ্য ছিয়াং আরও বলেন, চীন ও লেসোথোর সম্পর্কের ওপর বেইজিং যথেষ্ট গুরুত্ব দেয়। লেসোথোর সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও বাড়াতে, বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার মান সম্প্রসারণ করতে, এবং দু’দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে চীন কাজ করে যেতে ইচ্ছুক। আর এভাবে দু’দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা সম্ভব হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।