


নভেম্বর ১: সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী ওয়াং রুইচিয়ের আমন্ত্রণে চীনা উপ-প্রধানমন্ত্রী হান চেং ১ ও ২ নভেম্বর সিঙ্গাপুর সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (সোমবার) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মুখপাত্র জানান, সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে চীন ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সহযোগিতা কমিটির ১৮তম অধিবেশন, চীন ও সিঙ্গাপুরের সুচৌ শিল্প পার্ক এলাকার যৌথ সমন্বয় পরিষদের ২৩তম অধিবেশন, চীন ও সিঙ্গাপুরের থিয়ানচিন প্রাকৃতিক পরিবেশ শহর সংক্রান্ত যৌথ সমন্বয় পরিষদের ১৪তম অধিবেশন, এবং চীন ও সিঙ্গাপুরের ছুংছি কৌশলগত আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ দৃষ্টান্তমূলক প্রকল্পের যৌথ সমন্বয় পরিষদের ষষ্ঠ অধিবেশনে সভাপতিত্ব করবেন চীনা উপ-প্রধানমন্ত্রী হান ।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।