


অক্টোবর ৩১: এখন পর্যন্ত গোটা চীনে ৩৯৭৪টি এক্সপ্রেসওয়ে পরিষেবা এলাকায় মোট ১৬ হাজার ৭২১টি চার্জিং স্টেশান নির্মিত হয়েছে। আজ (রোববার) চীনের পরিবহন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পরিবহন মন্ত্রণালয়ের সড়ক ব্যুরোর উপ-মহাপরিচালক কু চি ফেং জানান, চিয়াং সি, হ্য নান ও হুনানসহ বিভিন্ন প্রাদেশিক পর্যায়ের পরিবহন বিভাগ চার্জিং অবকাঠামো নির্মাণকাজকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে চার্জিং স্টেশান বাড়ানোর কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে চলমান কার্যক্রমে আরও গতির সঞ্চার করতে হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।