


অক্টোবর ৩১: গেল অক্টোবর মাসে চীনের নির্মাণ শিল্পের পিএমআই ছিল ৪৯.২ শতাংশ। আজ (সোমবার) প্রকাশিত চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুসারে, অক্টোবরে বড় আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর পিএমআই ছিল ৫০.১ শতাংশ, যা গত সেপ্টেম্বরের তুলনায় ১ শতাংশ পয়েন্ট কম।
এদিকে, ব্যুরোর সিনিয়র পরিসংখ্যানবিদ চাও ছিং হ্য জানান, অক্টোবরে মহামারীসহ বিভিন্ন কারণে চীনের নির্মাণ শিল্পের পিএমআই কিছুটা কমেছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।